দিনাজপুরে মধ্যপাড়া পাথরখনিতে কর্মরত শ্রমিকদের উচ্চশিক্ষায় অধ্যয়নরত ৫২ জন শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপবৃত্তির অর্থ প্রদান করেছে জার্মানীয়া-ট্রেস্ট কনসোর্টিয়াম (জিটিসি)।
মঙ্গলবার বিকেল ৩টায় মধ্যপাড়া পাথরখনি এলাকাবাসীর সামাজিক কার্যক্রমের অংশ হিসেবে খনির সামনে অবস্থিত জিটিসি চ্যারিটি হোমে মধ্যপাড়া পাথরখনিতে কর্মরত শ্রমিকদের উচ্চ শিক্ষায় অধ্যয়নরত সন্তানদের উপবৃত্তির এই অর্থ প্রদান করা হয়।
মধ্যপাড়া পাথর খনির সামনে অবস্থিত জিটিসি চ্যারিটি হোমে খনিতে কর্মরত শ্রমিকদের উচ্চ শিক্ষায় অধ্যয়নরত শিক্ষার্থীর মাঝে মাসিক শিক্ষা উপবৃত্তির অর্থ শিক্ষার্থী ও অভিভাবকদের হাতে এই বৃত্তির অর্থ প্রদান করেন জার্মানীয়া-ট্রেস্ট কনসোর্টিয়াম জিটিসি’র নির্বাহী পরিচালক মো. জাবেদ সিদ্দিকীর পক্ষে উপ-মহাব্যবস্থাপক মো. জাহিদ হোসেন।
এসময় উপস্থিত ছিলেন হেড অব সিকিউরিটি অ্যান্ড ওয়ার্কার’স ওয়েলফেয়ার মেজর (অব.) মো. রুহুল আমীন।
বিডি প্রতিদিন/এমআই