কুমিল্লা দক্ষিণ জেলা ও মহানগর বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনায় পাঁচজনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় আরও ৩০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
মামলাটি করেছেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু। সোমবার (১৯ মে) বিকেলে কোতোয়ালি মডেল থানায় বিশেষ ক্ষমতা আইনসহ বিভিন্ন ধারায় মামলাটি দায়ের করা হয়।
এজাহার অনুযায়ী- গত ১৭ মে সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে একদল ব্যক্তি নিজেদের ছাত্রদলের পদবঞ্চিত ও ত্যাগী নেতা দাবি করে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ সড়কের পাশে বিএনপি কার্যালয়ের সামনে ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করে। তারা বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি ভাঙচুর করে এবং এরপর দলীয় কার্যালয়ে আগুন দিয়ে গুরুত্বপূর্ণ ডকুমেন্ট পুড়িয়ে দেয়।
নাম উল্লেখ করা পাঁচ আসামি হলেন- মো. মহসিন (৩২), সালাহ উদ্দিন ওরফে রকি (৩০), মো. সোহাগ হোসেন (৩০), সাইফুল ইসলাম (২৫) এবং মারুফ আহমেদ (২৪)। তারা কুমিল্লা নগরের বিভিন্ন এলাকা ও সদর উপজেলার বাসিন্দা। মামলায় যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের ১০ নেতাকে সাক্ষী করা হয়েছে।
এ বিষয়ে মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু বলেন, সিসিটিভি ফুটেজ দেখে পাঁচজনকে শনাক্ত করেছি। বাকি আসামিদের পুলিশ তদন্ত করে বের করবে। আমরা চাই দ্রুত তাদের আইনের আওতায় আনা হোক। ছাত্রদলের প্রকৃত নেতা কখনও দলীয় কার্যালয়ে আগুন দিতে পারে না। এরা টোকাই শ্রেণির লোক।
কোতোয়ালি মডেল থানার ওসি মো. মহিনুল ইসলাম বলেন, মামলা গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ