চাঁদপুরে অস্বাস্থ্যকর পরিবেশে লবণ উৎপাদনের দায়ে এক লবণ মিলকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। রবিবার (২৫ মে) দুপুরে চাঁদপুর সদর উপজেলার পুরানবাজার এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
চাঁদপুর জেলা প্রশাসন ও বিএসটিআই কুমিল্লার যৌথ উদ্যোগে পরিচালিত এ ভ্রাম্যমান আদালতে মেসার্স জনতা সল্ট মিলসকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। মিলটি অস্বাস্থ্যকর পরিবেশে লবণ উৎপাদন করছিল বলে অভিযোগ প্রমাণিত হয়। সেই সঙ্গে মিল থেকে লবণের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়।
এছাড়া, চাঁদপুর শহরের ওয়াপদা গেইট এলাকায় অবস্থিত মেসার্স ফয়সাল অ্যান্ড কোং-এর একটি অকটেন, একটি পেট্রোল ও একটি ডিজেল ডিসপেন্সিং ইউনিট তেল পরিমাপে সঠিক পাওয়া গেছে। তবে অকটেন ও পেট্রোলের নমুনা সংগ্রহ করা হয়েছে গুণগত মান পরীক্ষার জন্য।
এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন চাঁদপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদ রানা। প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই কুমিল্লার কর্মকর্তা মো. আমিনুল ইসলাম শাকিল এবং ফিল্ড অফিসার মো. হাফিজুর রহমান।
বিডি প্রতিদিন/মুসা