গোপালগঞ্জে মায়ের দায়ের করা মামলায় জামিনে মুক্তি পাওয়ার পর বৃদ্ধা মা, দুই বোন ও ছোট ভাইয়ের স্ত্রীকে মারধর এবং বসতঘর ভাঙচুর করার অভিযোগ উঠেছে উলু সমাদ্দার নামে এক ব্যক্তির বিরুদ্ধে। রবিবার (২৫ মে) রাতে সদর উপজেলার উরফী চরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী মা হাজেরা বেগম জানান, দীর্ঘদিন ধরে উরফী চরপাড়ায় নিজের জমিতে বসবাস করে আসছেন তিনি। ছোট ছেলে মিলন সমাদ্দার প্রায় দেড় বছর আগে বিদেশে যাওয়ার পর থেকেই বড় ছেলে উলু সমাদ্দার জমি নিয়ে বিরোধ শুরু করে। এ নিয়ে একাধিকবার মা, মেয়ে এবং ছেলের স্ত্রীর উপর হামলা চালিয়েছে সে।
গত ২১ ফেব্রুয়ারি এক মারধরের ঘটনায় হাজেরা বেগম গোপালগঞ্জ আদালতে মামলা দায়ের করেন। মামলায় জামিন নিয়ে রবিবার বাড়ি ফিরে আবারও জমি দাবি করে উলু সমাদ্দার। এ সময় সে তার মা, দুই বোন এবং ছোট ভাইয়ের স্ত্রীকে মারধর করে এবং ঘরে ভাঙচুর চালায়। প্রাণ বাঁচাতে তারা বাড়ি ছেড়ে পালিয়ে যান।
এ ঘটনায় গোপালগঞ্জ সদর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন হাজেরা বেগম।
বিডি প্রতিদিন/জামশেদ