ডাম্বুলায় সিরিজ বাঁচাতে নেমে শুরুটা মোটেও ভালো হয়নি বাংলাদেশের। মাত্র ২৩ রানেই হারিয়েছিল দুই ওপেনারকে। তবে অধিনায়ক লিটন দাসের দুর্দান্ত ফিফটি ও শামীম হোসেন পাটোয়ারীর ঝড়ো ব্যাটিংয়ে ঘুরে দাঁড়িয়ে শেষ পর্যন্ত ১৭৭ রানের লড়াকু সংগ্রহ দাঁড় করিয়েছে টাইগাররা।
রবিবার (১৩ জুলাই) শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস হেরে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। প্রথম দুই ওভারে পারভেজ ইমন ও তানজিদ হাসান তামিমের উইকেট হারিয়ে পড়ে যায় চাপে। এরপর লিটন দাস ও তাওহীদ হৃদয়ের ৫৫ বলের জুটিতে আসে ৬৯ রান। যদিও হৃদয় (২২) ও মেহেদী হাসান মিরাজ দ্রুত বিদায় নিলে আবারও ব্যাটিং বিপর্যয়ের শঙ্কা দেখা দেয়।
অন্যপ্রান্তে লিটন ছিলেন অবিচল। ১৩ ইনিংস পর তুলে নেন ক্যারিয়ারের ১২তম ফিফটি। ইনিংসের শেষদিকে ৫০ বলে ৭৬ রানে থামেন বাংলাদেশ অধিনায়ক।
শেষ দিকে শামীম হোসেন ২৭ বলে ৪৮ রানের ঝড়ো ইনিংস খেলে রান তোলায় গতি আনেন। বিশেষ করে ১৭তম ওভারে নুয়ান তুষারার ওভার থেকে আসে ১৭ রান নেন শামীম।
শেষ ওভারে দুটি রান আউট হলেও শামীম ও সাইফউদ্দিনের ব্যাটে আসে আরও ১৪ রান। ফলে ২০ ওভার শেষে বাংলাদেশের স্কোর দাঁড়ায় ১৭৭/৭।
শ্রীলঙ্কার পক্ষে সফলতম বোলার বিনুরা ফার্নান্দো। ৪ ওভারে ৩১ রান দিয়ে ৩ উইকেট শিকার করেন তিনি। ১টি করে উইকেট নেন নুয়ান থুসারা ও মাহেশ থিকসানা।
বিডি প্রতিদিন/মুসা