ফরিদপুরের বোয়ালমারীতে অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রির অপরাধে জাকারিয়া (২৫) নামের এক কসাইকে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। রবিবার (২৫ মে) সন্ধ্যায় আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল আমিন। এ সময় সকল মাংস মাটিতে পুতে ধ্বংস করা হয়।
আদালত সূত্রে জানা যায়, জেলার বোয়ালমারী উপজেলার গুনবহা ইউনিয়নের অমৃতনগর বাজারে জাকারিয়া অসুস্থ্য গরু জবাই করে মাংস বিক্রি করতেছিল। এক পর্যায়ে মাংসের গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয় জনতা তাকে আটক করে। খবর পেয়ে এদিন সন্ধ্যায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল আমিন ঘটনাস্থলে পৌঁছে ভ্রাম্যমান আদালত বসিয়ে পশু জবাই ও মাংসের মান আইন নিয়ন্ত্রণ-২০১১ ও বিধিমালা ২০২১ ধারায় ৫ হাজার টাকা জরিমানা করেন।
এ ব্যাপারে নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল আমিন বলেন, অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রি করছিল। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ভ্রাম্যমান আদালত বসিয়ে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মাংসগুলো মাটিতে পুতে ধ্বংস করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএম