নেত্রকোনার আটপাড়ায় কৃষকদের নিয়ে ‘ময়মনসিংহ অঞ্চলের জলাভূমি ও জনজীবন’ বইয়ের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে বারসিক রামেশ্বরপুর রিসোর্স সেন্টারের হলরুমে নদী-হাওর-বিল-খাল কেন্দ্রিক জীবনব্যবস্থার ওপর লিখিত বইয়ের প্রকাশনা উৎসবের আয়োজন করা হয়। বইটির লেখক বারসিক নেত্রকোনা অঞ্চলের আঞ্চলিক সমন্বয়কারী, লেখক ও গবেষক মো. অহিদুর রহমান।
প্রকাশনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লেখক-গবেষক ও বারসিকের শিক্ষা, সংস্কৃতি ও বৈচিত্র্য বিভাগের পরিচালক পাভেল পার্থ, বাংলাদেশ গাছ বাঁচাও আন্দোলনের সমন্বয়ক পরিবেশ কর্মী আমিরুল রাজিব, গায়ক কোয়াশা মূর্খ্য, সাংবাদিক অমিত কান্তি দেব, চলচ্চিত্র নির্মাতা হেমন্ত সাদিক, মৌমিতা জান্নাত, প্রযত্নের একবাল হোসেন জুপিটার, নারায়ণগঞ্জের রূপগঞ্জ এর জান্নাতুল সিগ্ধা, দুনিয়ারির আহাদুল মিরাজসহ বাংলাদেশের সামাজিক ও পরিবেশকর্মীগণ।
বইয়ে লেখক নেত্রকোনা অঞ্চলের নদী, হাওর, খাল, বিল নির্ভর মানুষের জীবন, পরিবেশ, কৃষি, সেচ, সংস্কৃতি, বিনোদনকে বর্ণনা করেছেন বইয়ের পাতায় পাতায়। আমাদের জীবনসংস্কৃতিকেই তুলে ধরেছেন যা আমাদের কাছে সম্পদ। জলাভূমি কেন্দ্রিক তথ্যের সন্ধান করতে হলে বইটি অনেক সহায়ক হিসেবে কাজ করবে।
প্রকাশনা অনুষ্ঠানে পাভেল পার্থ বলেন, নেত্রকোনা জেলার জলাভূমি ও জীবন বইটি আমাদের জন্য একটি সম্পদ, হাওর, নদী, খাল, বিল, পুকুরসহ সকল জলাধার আমাদের জীবন ও পরিবেশকে যেভাবে আগলে রেখেছিল, তার ঋণ পরিশোধ করতে পারব না। লেখক তার বইয়ে এই তথ্য লিপিবদ্ধ করে আমাদেরকে সমৃদ্ধ করেছেন।
বিডিপ্রতিদিন/কবিরুল