মাদারীপুর সদর উপজেলার ঝাউদি ইউনিয়নের হোগল পাতিয়া গ্রামের দুর্গম চরে চারটি বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাট চালিয়েছে একটি সন্ত্রাসী দল।
গত শুক্রবার রাতে অবৈধ বালু উত্তোলনের প্রতিবাদ করায় এই হামলা চালানো হয়। স্থানীয়রা জানায়, ঝাউদি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সিরাজুল ইসলাম আবুলের নেতৃত্বে ৭০-৮০ জনের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে এই হামলায় অংশ নেয়। তারা হাতবোমা বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে।
আক্তার বেপারী, গিয়াস বেপারী ও জলিল বেপারীর পরিবারের চারটি ঘর ভাঙচুর ও লুট করা হয়। হাতবোমার বিস্ফোরণে পুরো এলাকা আতঙ্কিত হয়ে পড়ে। অভিযোগ রয়েছে, ওই এলাকায় প্রতিদিন প্রায় ১০ লাখ টাকার অবৈধ বালু উত্তোলন করে বিক্রি করা হচ্ছে। ফলে নদীভাঙনও ভয়াবহ আকার ধারণ করেছে।
এ বিষয়ে অভিযুক্ত চেয়ারম্যানের বক্তব্য নিতে তার বাড়িতে গেলেও পাওয়া যায়নি, ফোনও বন্ধ। মাদারীপুর সদর থানার ওসি জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ