উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় টাঙ্গাইলের নিহত দুই শিক্ষার্থীর পরিবারের সদস্যদের সমবেদনা জানিয়েছে বিমানবাহিনী প্রধানের একটি প্রতিনিধি দল। পরে তারা নিহতদের কবর জিয়ারত ও শ্রদ্ধা জানায়।
সোমবার দুপুরে বীর উত্তম সুলতান মাহমুদ ঘাঁটির রক্ষণাবেক্ষণ শাখার অধিনায়ক উইং কমান্ডার মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে প্রতিনিধি দলটি নিহত হুমায়রার গ্রামের বাড়ি টাঙ্গাইলের সখীপুর উপজেলার হতেয়া কেরানীপাড়া আসে। এ সময় তারা নিহত হুমায়রার কবরে গার্ড অব অনার প্রদান করে ও পুষ্পস্তবক অর্পণ করে।
পরবর্তীতে তারা মির্জাপুর উপজেলার ওয়ার্শি ইউনিয়নের নয়াপাড়া গ্রামে নিহত তানবীর আহমেদের বাড়িতে দিয়ে বাবা ও মাকে সমবেদনা জানানো হয়। পরে নিহতদের কবর জিয়ারত করে।
কবর জিয়ারতের পর প্রতিনিধি দলের প্রধান উইং কমান্ডার মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন বলেন, বিমানবাহিনী এ দুর্ঘটনায় গভীরভাবে শোকাহত। আমরা বিমানবাহিনী প্রধানের প্রতিনিধি হিসেবে কবর জিয়ারত এবং শোকসন্তপ্ত পরিবারের পাশে দাঁড়াতে এসেছি। এটি একটি পরিবারের অপূরণীয় ক্ষতি। এ ঘটনায় যারা নিহত হয়েছে তাদের রুহের মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতায় দোয়া প্রার্থনা করছি।
গত ২১ তারিখ দুপুরে উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় আরও অনেকের সঙ্গে টাঙ্গাইলের দুই শিক্ষার্থীর মৃত্যু হয়। পরদিন টাঙ্গাইলের নিজ নিজ গ্রামের বাড়িতে তাদের দাফন করা হয়।
বিডি প্রতিদিন/নাজমুল