গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) বুলবুল ইসলামকে গাইবান্ধা জেলার জুন মাসের শ্রেষ্ঠ ওসি হিসেবে মনোনীত করা হয়েছে।
গাইবান্ধা পুলিশ লাইন্সে মাসিক কল্যাণ সভায় পুলিশ সুপার নিশাত অ্যাঞ্জেলা এ সম্মাননা স্মারক তার হাতে তুলে দেন। মাদকবিরোধী অভিযান, সন্ত্রাস দমন, অস্ত্র উদ্ধার, ওয়ারেন্ট তামিলসহ নানা দায়িত্ব দক্ষতার সঙ্গে পালন করায় তিনি এ স্বীকৃতি পেয়েছেন।
ওসি বুলবুল ইসলাম বলেন, “এই পুরস্কার আমাকে আরও অনুপ্রাণিত করবে। পুলিশ হবে জনগণের বন্ধু- এই লক্ষ্যেই কাজ করছি।”
তিনি থানার সকল সহকর্মীকে ধন্যবাদ জানান।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ