‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে নোয়াখালীতে শহীদ ও আহত পরিবারগুলোর সদস্যদের সম্মাননা প্রদান করা হয়েছে। মঙ্গলবার সকালে জেলা প্রশাসনের উদ্যোগে নোয়াখালী জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ উপলক্ষে আয়োজিত হয় আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠান।
জেলা প্রশাসক খন্দকার ইস্তিয়াক আহমেদের সভাপতিত্বে বক্তব্য রাখেন পুলিশ সুপার আব্দুল্লাহ আল ফারুক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ ইসমাইল, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মো. হুমায়ুন রশিদ, জেলা জামায়াত ইসলামের সাধারণ সম্পাদক মাওলানা বোরহান উদ্দিন, ছাত্র প্রতিনিধি আরিফুল ইসলাম ও মেহেদী হাসান সীমান্তসহ বিভিন্ন শহীদ পরিবারের সদস্যরা।
সকাল ১০টা থেকে দুপুর ১টা ৩০ মিনিট পর্যন্ত চলা এই অনুষ্ঠানে শহীদ পরিবারের সদস্য ও শিক্ষার্থীরা শহীদদের যথাযথ মূল্যায়নের দাবি জানান।
অনুষ্ঠান শেষে ২৫ জন শহীদ পরিবারের সদস্য এবং ২২০ জন আহত পরিবারের সদস্যকে আনুষ্ঠানিকভাবে সম্মাননা ও উপহার সামগ্রী প্রদান করা হয়।
বিডি প্রতিদিন/মুসা