গাইবান্ধায় শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার সকালে জেলা শহরের পৌর পার্কের শহীদ স্মৃতিস্তম্ভ চত্বরে ২৪-এর জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ ও পুলিশ সুপার নিশাত অ্যাঞ্জেলা।
পরে জেলা প্রশাসন ও জেলা পরিষদের যৌথ উদ্যোগে শহরে ‘আমার চোখে জুলাই বিপ্লব’ স্লোগানে শহীদদের স্মরণে একটি র্যালি বের হয়। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র্যালিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
এদিকে গাইবান্ধার বিভিন্ন উপজেলায় ২৪-এর গণআন্দোলনের শহীদদের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সকাল ৯টায় গোবিন্দগঞ্জ উপজেলার শালামারা ইউনিয়নের সন্তান শহীদ জুয়েলের সমাধিস্থলে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ কর্মসূচির আয়োজন করে গোবিন্দগঞ্জ উপজেলা প্রশাসন। শহীদ জুয়েলের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সৈয়দা ইয়াসমিন সুলতানা, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির রংপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম, জেলা জামায়াতের সাবেক আমির ডা. আব্দুর রহিম সরকার, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি নুরুন্নবী প্রধানসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
শহীদ জুয়েলের আত্মত্যাগকে স্মরণ করে বক্তারা বলেন, গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় শহীদ জুয়েলের অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। তারা শহীদের আদর্শে অনুপ্রাণিত হয়ে গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
অন্যদিকে একই সময়ে গাইবান্ধা সদর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে খোলাহাটি ইউনিয়নের মাস্টারপাড়া গ্রামের শহীদ সুজনের কবর জিয়ারত ও পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদ আল হাসান, জেলা জামায়াতের আমির মো. আব্দুল করিম, ইউনিয়ন বিএনপির সভাপতি মোস্তফা কামাল, সহকারী ভূমি কর্মকর্তা জাহাঙ্গীর আলম, খোলাহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুম হক্কানীসহ প্রমুখ।
পরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শহীদ সুজনের পরিবারকে একটি সেলাই মেশিন, পোশাকসামগ্রী এবং বিভিন্ন সামগ্রী তুলে দেওয়া হয়। এছাড়া শহীদদের স্মরণে উপজেলার বিভিন্ন মসজিদে বিশেষ দোয়া ও বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে প্রার্থনা করা হয়।
এদিকে একই সময়ে সাঘাটা উপজেলার শ্যামপুর গ্রামে শহীদ সাজ্জাদ হোসেন সজলের কবর জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন করা হয়। এতে পুষ্পস্তবক অর্পণ করেন সাঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মীর মো. আল কামাহ্ তমাল। এ সময় মুক্তিনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহসান হাবীব, ইউএনওর প্রশাসনিক কর্মকর্তা জাকারিয়া হাবীব, মশিউর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বিডিপ্রতিদিন/কবিরুল