ভোলায় শহীদদের কবরে শ্রদ্ধা জ্ঞাপন, আলোচনা সভা, বিজয় র্যালিসহ বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে জুলাই অভ্যুত্থান দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বিভিন্ন সংগঠন পৃথক পৃথক কর্মসূচি পালন করেছে।
সকালে জেলা প্রশাসক মো. আজাদ জাহান জুলাই শহীদ শামিম হাওলাদারের কবরে শ্রদ্ধা জ্ঞাপন করেন। এ সময় জেলা প্রশাসক বলেন, জুলাইয়ের ছাত্র-জনতার আন্দোলনে ভোলা জেলায় ৪৭ জন শহীদ হয়েছেন। এজন্য ভোলাবাসী গর্বিত।
পরে জেলা প্রশাসনের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমির হলরুমে জুলাই শহীদ এবং আহত সকলের স্বজনদের উপস্থিতিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতেই এক মিনিট দাঁড়িয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ গোলাম নবী আলমগীর, সদস্য সচিব রাইসুল আলমসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং স্থানীয় সুশীল সমাজের নেতৃবৃন্দ। আলোচনা সভায় জুলাই আন্দোলনের বিভিন্ন দিক তুলে ধরা হয়।
এছাড়া বিএনপিসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে জেলা শহরসহ বিভিন্ন উপজেলায় বিজয় র্যালি বের করা হয়। বোরহানউদ্দিন উপজেলায় অনুষ্ঠিত বিজয় মিছিলে প্রধান অতিথি ছিলেন বোরহানউদ্দিন উপজেলা বিএনপির আহ্বায়ক মাফরুজা সুলতানা।
বিডিপ্রতিদিন/কবিরুল