দ্য হান্ড্রেডের এবারের আসরকে ঘিরে পাকিস্তানি ক্রিকেটারদের অংশগ্রহণ নিয়ে যে অনিশ্চয়তা তৈরি হয়েছিল, তা খানিকটা দূর হলো মোহাম্মদ আমির ও ইমাদ ওয়াসিমের দল পাওয়া দিয়ে। ইংল্যান্ডের জনপ্রিয় এই একশ বলের টুর্নামেন্টে নর্দার্ন সুপারচার্জার্স তাদের স্কোয়াডে অন্তর্ভুক্ত করেছে এই দুই অভিজ্ঞ পাকিস্তানি ক্রিকেটারকে।
দা হান্ড্রেডের ২০২৫ আসরের ড্রাফটে অংশ নিয়েছিলেন ৪৫ জন পাকিস্তানি ক্রিকেটার। কিন্তু গত মার্চে অনুষ্ঠিত সেই ড্রাফটে একমাত্র একজনও দল না পাওয়ায় সমালোচনার পাশাপাশি প্রশ্ন উঠেছিল ভারতীয় মালিকানাধীন ফ্র্যাঞ্চাইজির আধিপত্যের টুর্নামেন্টে কি তবে পাকিস্তানিদের জন্য কোনো জায়গা নেই?
এই উদ্বেগের পেছনে ছিল রাজনৈতিক বাস্তবতা। ভারত-পাকিস্তানের সম্পর্কের টানাপোড়েন এবং কয়েকটি দলের মালিকানায় ভারতীয় সংস্থার উপস্থিতি নিয়ে জন্ম নেয় সন্দেহ। যদিও ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) বারবার দাবি করেছে, মালিকানার ভিত্তি যাই হোক, পাকিস্তানি ক্রিকেটারদের অংশগ্রহণে কোনো বাধা থাকবে না।
তবে বাস্তবে ভিন্ন চিত্র দেখা গেছে। ড্রাফটে কেউ না থাকায় সমালোচনার ঝড় ওঠে। পরবর্তীতে জানা যায়, পাকিস্তানের আন্তর্জাতিক সূচির ব্যস্ততার কারণেই দলগুলো ঝুঁকি নিতে চায়নি। বর্তমানে পাকিস্তান দল ওয়েস্ট ইন্ডিজ সফরে সাদা বলের সিরিজ খেলছে এবং আগস্টের শেষ দিকে তাদের রয়েছে সংযুক্ত আরব আমিরাতে ত্রিদেশীয় সিরিজ।
তবে সব জল্পনার অবসান ঘটিয়ে সোমবার নর্দার্ন সুপারচার্জার্স তাদের দলে যুক্ত করে মোহাম্মদ আমির ও ইমাদ ওয়াসিমকে। আমিরকে নেওয়া হয়েছে পুরো টুর্নামেন্টের জন্য অস্ট্রেলিয়ান পেসার বেন ডোয়ার্শিসের পরিবর্তে। আর ইমাদ ওয়াসিম খেলবেন মাত্র দুটি ম্যাচ, জিম্বাবুয়ে সফরে থাকা মিচেল স্যান্টনারের বদলি হিসেবে।
উল্লেখ্য, নর্দার্ন সুপারচার্জার্সের মালিকানাও যাচ্ছে ভারতীয় প্রতিষ্ঠানের হাতে। আগামী ১ অক্টোবর থেকে দলটির মালিকানা গ্রহণ করবে ভারতীয় মিডিয়া জায়ান্ট সান গ্রুপ।
ইংল্যান্ডে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে দা হান্ড্রেডের নতুন আসর।
বিডি প্রতিদিন/মুসা