জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী গাজীপুর জেলা ও মহানগর শাখার উদ্যোগে গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে গাজীপুর শহরের শিববাড়ি মোড়ে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর জামায়াতের আমীর ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য অধ্যাপক মুহা: জামালউদ্দিন।
গাজীপুর জেলা জামায়াতের আমীর ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ড. মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে এবং গাজীপুর মহানগর জামায়াতের সেক্রেটারি আবু সাঈদ মুহাম্মদ ফারুকের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন—গাজীপুর মহানগর জামায়াতের নায়েবে আমীর ও গাজীপুর-৫ আসনের এমপি প্রার্থী মো. খায়রুল হাসান, নায়েবে আমীর ও গাজীপুর-২ আসনের প্রার্থী মো. হোসেন আলী, জেলা নায়েবে আমীর মাওলানা মো. সেফাউল হক, জেলা সেক্রেটারি মো. সফিউদ্দিন, সরকারি সেক্রেটারি মো. মুস্তাফিজুর রহমান, সহকারী সেক্রেটারি আনিসুর রহমান বিশ্বাস, মহানগর সহকারী সেক্রেটারি মো. আজহারুল ইসলাম মোল্লা ও মো. আফজাল হোসাইন, সাবেক সচিব ও গাজীপুর-১ আসনের প্রার্থী মো. শাহ আলম বকশী, কেন্দ্রীয় ছাত্রশিবিরের সাবেক সভাপতি ও গাজীপুর-৪ আসনের প্রার্থী মো. সালাহউদ্দিন আইয়ুবী, ইসলামী ছাত্রশিবির জেলা সভাপতি মো. ইয়াসিন আরাফাত, মহানগর সভাপতি মো. রেজাউল ইসলাম, তামিরুল মিল্লাত মাদ্রাসা শাখার সভাপতি মো. ইকবাল হোসেন।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে গাজীপুর মহানগর জামায়াতের আমীর অধ্যাপক মুহা. জামালউদ্দিন বলেন, জুলাই গণঅভ্যুত্থান ছিল স্বৈরাচারবিরোধী সংগ্রামের এক ঐতিহাসিক আলোবর্তিকা। দেশের মানুষ তখন অন্যায় ও দুঃশাসনের বিরুদ্ধে জীবন দিয়ে প্রমাণ করেছে—এই দেশ অন্যায় মানে না। আজও আমরা একই স্বৈরতান্ত্রিক আগ্রাসনের মুখে। জামায়াতে ইসলামি জনগণকে সঙ্গে নিয়েই ন্যায় ও ইনসাফের সংগ্রামে নেতৃত্ব দিয়ে যাবে।
সমাবেশ শেষে একটি বিশাল গণমিছিল শিববাড়ি মোড় থেকে শুরু হয়ে জয়দেবপুর চৌরাস্তা সড়ক প্রদক্ষিণ করে সার্ডি এলাকায় গিয়ে শেষ হয়।
বিডিপ্রতিদিন/কবিরুল
 
                         
                                     
                                                             
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        