বাংলাদেশের ঐতিহাসিক ছাত্র-নেতৃত্বাধীন গণঅভ্যুত্থানের এক বছর পূর্তি উদযাপনে আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে যোগ দিয়ে এই দিনটিকে ‘স্মরণ ও প্রতিফলন এবং ভবিষ্যতের দিকে তাকানোর মুহূর্ত’ বলে অভিহিত করেছে জার্মানি।
মঙ্গলবার ঢাকাস্থ জার্মান দূতাবাস তাদের অফিসিয়াল ফেসবুক পেজে এক বিবৃতিতে জানায়, ৫ আগস্ট বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত। এই গুরুত্বপূর্ণ দিনে, জার্মান দূতাবাস বাংলাদেশের জনগণের পাশে দাঁড়িয়েছে।
পোস্টে আরও বলা হয়েছে, বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণকে সমর্থন করার জন্য বার্লিনের অব্যাহত প্রতিশ্রুতি নিশ্চিত করা হয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, ‘বাংলাদেশের জনগণের শান্তিপূর্ণ, সর্বব্যাপী ও গণতান্ত্রিক ভবিষ্যতের আকাঙ্ক্ষাকে আমরা সমর্থন দিতে প্রতিশ্রুতিবদ্ধ। যেখানে আইনের শাসন, ন্যায়বিচার ও সবার মর্যাদা নিশ্চিত হয়।’
সূত্র : বাসস।
বিডি-প্রতিদিন/বাজিত