শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) বর্ণাঢ্য আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন করা হয়েছে।
মঙ্গলবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন-১ এর সামনে পতাকা উত্তোলনের মধ্যদিয়ে এ কর্মসূচির শুরু হয়।
পতাকা উত্তোলন শেষে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীদের অংশগ্রহণের মধ্যে দিয়ে একটি আনন্দ র্যালি বের করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরী, উপ-উপাচার্য অধ্যাপক ড. সাজেদুল করিম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. ইসমাইল হোসেন, জুলাই গণঅভ্যুত্থান উদযাপন কমিটির সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল ও বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, দফতর প্রধান ও কর্মকর্তা-কর্মচারীরা।
জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে উপাচার্য অধ্যাপক ড এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরী বলেন, জুলাই গণঅভ্যুত্থানে ন্যায়ের পক্ষে দেশের মানুষের একটা সামাজিক অবস্থান তৈরি হয়েছিল। যার ফলে ফ্যাসিবাদী সরকার পালাতে বাধ্য হয়েছে। গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে আমাদের লক্ষ্য সাম্য ও ন্যায়ের ভিত্তিতে একটি আদর্শ দেশ গড়ে তোলা। সেটি বাস্তবায়ন করা সবার দায়িত্ব।
বিডি প্রতিদিন/কেএ