বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) বিশেষ অভিযানে সাতটি বাস ডাম্পিংয়ে পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার রাজধানীর বিভিন্ন স্থানে ফিটনেসবিহীন গাড়ির বিরুদ্ধে ও পরিবেশ দূষণ রোধকল্পে কালো ধোয়া নির্গমনকরা পরিবহনের বিরুদ্ধে এই অভিযান পরিচালনা করা হয়।
বাসগুলো হলো- ঢাকা মেট্রো ব ১৩-১০৭৫ (এলিভেটেড এক্সপ্রেসওয়ে গুলিস্তান গাজিপুর), ঢাকা মেট্রো ব ১৩-০৬৩৮ (ওয়েলকাম পরিবহন), ঢাকা মেট্রো ব ১৫-৪০৬৬ (ট্রান্স সিলভা পরিবহন), ঢাকা মেট্রো ব ১১-৯০৭৯ (ভি আই পি পরিবহন), ঢাকা মেট্রো ব ১৫-৩৫২১ (প্রজাপতি পরিবহন), ঢাকা মেট্রো ব ১২-০০৪০ (গাবতলী লিংক প্রা:) ও ঢাকা মেট্রো ব ১৫-৬৫৩৯ (রাজধানী পরিবহন)।
বিআরটিএর চেয়ারম্যান আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদের নির্দেশনায় ও ডিএমপি ট্রাফিক বিভাগের সহযোগিতায় এই মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
বিডি প্রতিদিন/নাজিম