জুলাই গণঅভ্যুত্থানে ৪ আগস্ট যখন ফরহাদ গুলিবিদ্ধ হন, তখন এই সংবাদ শুনে আমার আম্মা অজ্ঞান হয়ে যান।
মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের মিলনায়তনে বিশ্ববিদ্যালয় প্রশাসনের আয়োজনে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৫’ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় ফরহাদের স্মৃতিচারণ করে তার ভাই গোলাম কিবরিয়া এই তথ্য জানান।
তিনি বলেন, ‘ফরহাদ আমাদের পরিবারে সবচেয়ে ছোট ছিল। কিন্তু ও ছিল সবচেয়ে দায়িত্ববান। আমার পিতা-মাতাকে সে সবচেয়ে বেশি সান্ত্বনা দিত। আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাড়ি এলে বিশ্ববিদ্যালয়ের লোগোযুক্ত টি-শার্ট নিয়ে আসতাম। সব টি-শার্ট ও নিয়ে নিত। কিন্তু এখন আর টি-শার্ট নেওয়ার কথা কেউ বলে না।
তিনি আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থানে অনেক ছাত্র-জনতা শহীদ হয়েছেন। শহীদদের রক্তের ওপর দিয়ে এই নতুন বাংলাদেশ বিনির্মাণ হয়েছে। এই নতুন বাংলাদেশে শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে হবে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক কামাল উদ্দিনের সভাপতিত্বে আয়োজিত এই আলোচনা সভায় বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ইয়াহিয়া আখতার, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক শামীম উদ্দিন খান, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক সাইফুল ইসলাম, সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক এনায়েত উল্লাহ পাটোয়ারী, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক তৈয়ব চৌধুরী, লোকপ্রশাসন বিভাগের সভাপতি আমির মুহাম্মদ নসরুল্লাহ এবং শহীদ হৃদয় চন্দ্র তরুয়ার পিতা রতন চন্দ্র তরুয়া প্রমুখ।
প্রবন্ধ উপস্থাপন করেন বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য সাবেক অধ্যাপক আবুল কালাম আজাদ।
বিডিপ্রতিদিন/কবিরুল