নতুন ২০২৫-২৬ কর বছরের প্রথম দিনেই রেকর্ডসংখ্যক আয়কর রিটার্ন দাখিল করেছেন করদাতারা। সোমবার অনলাইনে ই-রিটার্ন দাখিল কার্যক্রমের উদ্বোধনের দিনেই ১০ হাজার ২০২টি রিটার্ন জমা পড়েছে।
এ তথ্য জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) জনসংযোগ কর্মকর্তা আল আমিন শেখ।
অনলাইনে ই-রিটার্ন দাখিল কার্যক্রমের উদ্বোধন করেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
মঙ্গলবার বিষয়টি জানিয়ে এনবিআরের জনসংযোগ কর্মকর্তা আল আমিন শেখ বলেন, গত বছর একই কার্যক্রমের প্রথম দিনে ই-রিটার্ন দাখিল করেন মাত্র ২ হাজার ৩৪৪ জন। এ বছর তা বেড়ে হয়েছে প্রায় পাঁচগুণ। গত কর বছরে অনলাইনে রিটার্ন দাখিলের সংখ্যা ১৭ লাখ অতিক্রম করে। আশা করছি এবারে তা ছাড়িয়ে যাবে।
এনবিআরের সাম্প্রতিক আদেশ অনুযায়ী, ৬৫ বছর বা তদূর্ধ্ব বয়সী, শারীরিকভাবে অক্ষম, প্রবাসী বা মৃত করদাতার আইনি প্রতিনিধিকে ছাড়া দেশের সব ব্যক্তি শ্রেণির করদাতার জন্য ই-রিটার্ন বাধ্যতামূলক করা হয়েছে। যারা নিবন্ধন সংক্রান্ত জটিলতায় অনলাইন রিটার্ন দাখিল করতে পারছেন না, যথাযথ আবেদন করে সংশ্লিষ্ট কর অফিসের অনুমোদনে পেপারে রিটার্ন জমা দিতে পারবেন তারা।
বিডি প্রতিদিন/কেএ