বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেছেন, তারেক রহমান এমন একজন ভিশনারি নেতা, যিনি সাত সমুদ্র তেরো নদীর ওপার থেকে একদিকে যেমন গণ আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন, অন্যদিকে সমৃদ্ধ জাতি গঠনে মহাপরিকল্পনা এঁকেজন। তার আহ্বানে সাড়া দিয়ে ধানের শীষে ভোট দিন, আমরা আপনাদের একটি নূতন বাংলাদেশ উপহার দেবো।
মঙ্গলবার বিকেলে হাটহাজারী সদর বাস স্টেশান চত্বরে উপজেলা ও পৌরসভা বিএনপি আয়োজিত এক বিশাল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ৫ আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের বার্ষিকী স্মরণে উপজেলা ও পৌরসভা বিএনপি যৌথভাবে এই সমাবেশের আয়োজন করে।
ব্যারিস্টার হেলাল বলেন, সমগ্র দেশ জুড়ে বিএনপি নেতাকর্মীরা গণ-আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন। শুধুমাত্র জুলাই মাসেই কয়েকশ বিএনপির নেতাকর্মী শাহাদাতবরণ করেছেন। ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের বড় শরিক বাংলাদেশ জাতীয়তাবাদী দল। আর তারেক রহমানের ওপর বাংলাদেশের মানুষের প্রবল আস্থা।
তিনি আগামী নির্বাচনে দল-মত ধর্ম বর্ণ নির্বিশেষে জাতীয়তাবাদী দলের প্রার্থীকে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য সবার প্রতি আহ্বান জানান।
এতে সভাপতিত্ব করেন উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও হাটহাজারী উপজেলা বিএনপির নেতা নুর মোহাম্মদ।
যৌথভাবে সমাবেশ সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সদস্য সচিব গিয়াস উদ্দিন চেয়ারম্যান ও পৌর বিএনপি সদস্য সচিব অহিদুল আলম।
এ সময় আরও বক্তব্য রাখেন উত্তর জেলা বিএনপির সাবেক সদস্য ও হাটহাজারী পৌরসভা বিএনপির আহ্বায়ক জাকের হোসেন, জেলা বিএনপির সাবেক সদস্য ও উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ সেলিম চেয়ারম্যান, উত্তর জেলা সাবেক সদস্য ডাক্তার রফিকুল আলম বিএনপি নেতা আইয়ুব খান, পৌরসভা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবদুস শুক্কুর মেম্বার, যুগ্ম আহ্বায়ক আবদুল মান্নান দৌলত, মো. শাহেদুল আজম শাহেদ, অ্যাডভোকেট রিয়াদ উদ্দিন রিয়াদ উত্তর জেলা যুবদলের যুগ্ম সম্পাদক সাখাওয়াত হোসেন শিমুল জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আকবর আলী, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মনিরুল আলম জনি, উত্তর জেলা জাসাস সভাপতি কাজী সাইফুল ইসলাম টুটুল শ্রমিক দলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, জেলা ছাত্রদলের সভাপতি তকিবুল হাসান চৌধুরী তকি, বিএনপি নেতা মোহাম্মদ ইউসুফ, মোহাম্মদ ইসমাইল, গাজী মোহাম্মদ ইউসুফ, আবুল হাশেম, জামাল সাত্তার, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদিকা লায়লা বেগম, জেলা কৃষক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন উজ্জ্বল, উপজেলা যুবদলের আহ্বায়ক ফখরুল হাসান, সদস্য সচিব নুরুল কবির, জিএম সাইফুল আলমসহ অনেকে।
সমাবেশ শেষে ব্যারিস্টার মীর হেলালের নেতৃত্বে বিশাল শোভাযাত্রা বের হয়। হাজার হাজার নেতাকর্মীর অংশগ্রহণে শোভাযাত্রা বাস স্টেশন কলেজ রোড, আদালত রোড বাজার, ঘাটা থানা সড়ক হয়ে পুনরায় বাস স্টেশন চত্বরে এসে শেষ হয়।
বিডি প্রতিদিন/কেএ