জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়।
এই কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার সকালে মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে বিভিন্ন প্রজাতির গাছ লাগানো হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. ওমর ফারুক ইউসুফ সকাল ১০টায় বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন। কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন ও সর্বস্তরের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
বিশ্ববিদ্যালয়ের নার্সিং অনুষদের ডিন ও জুলাই গণ-অভ্যুত্থান পুনর্জাগরণ অনুষ্ঠানমালা-২০২৫ এর সদস্য-সচিব ডা. মেহেরুন্নিছা খানমের সঞ্চালনায় বিশ্ববিদ্যালয়ের সেমিনার রুমে আলোচনা সভা, জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এ সময় মেডিকেল বিশ^বিদ্যালয়ের পরিচালক অর্থ মো. ইকরামুল হক খান, কলেজ পরিদর্শক অধ্যাপক ডা. ময়নাল হোসেন, সহকারী রেজিস্ট্রার (প্রশাসন) মো. আলাউদ্দিন, সহকারী পরিচালক (অর্থ) মো. মিছবাহ ইবনে হাকীমসহ বিশ্ববিদ্যালয়ের সকল কর্মকর্তা ও কর্মচারী অংশগ্রহণ করেন।
বিডি প্রতিদিন/নাজমুল