চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় অভিযান পরিচালনা করে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা মো. কফিল উদ্দিন রবিনকে (২৬) গ্রেফতার করেছে পুলিশ। গত সোমবার রাতে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত কফিল উদ্দিন উপজেলার শাকপুরা ইউনিয়নর ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক বলে জানিয়েছেন পুলিশ। তিনি উপজেলার পশ্চিম শাকপুরা গ্রামের বদিউল আলমের ছেলে।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ লুৎফুর রহমান বলেন, কফিল বৈষম্যবিরোধী আন্দোলনে হামলা মামলার সন্দিগ্ধ আসামি। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
বিডি প্রতিদিন/হিমেল