চুয়াডাঙ্গা পৌর এলাকার কলোনীপাড়ায় অভিযান চালিয়ে দুই চাঁদাবাজকে আটক করেছে সেনাবাহিনীর একটি দল। এ সময় তাদের নিকট থেকে ৫টি রামদা ও একটি চাপাতি উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার ভোরে এ অভিযান পরিচালনা করা হয়।
আটকরা হলেন- কলোনীপাড়ার বাবর আলীর ছেলে মঞ্জু হোসেন (৫২) এবং একই এলাকার সেলিম হোসেনের ছেলে মোহাম্মদ রাতুল (২২)।
সূত্র জানায়, মঙ্গলবার মধ্যরাত সাড়ে ৩টা থেকে ভোর ৬টা পর্যন্ত শহরের কলোনীপাড়ায় অভিযান চালানো হয়। এ সময় চাঁদাবাজ মঞ্জু হোসেন এবং রাতুলকে আটক করা হয়েছে। পরে তাদের স্বীকারোক্তিতে ৫টি রামদা, একটি চাপাতি, দুটি অ্যান্ড্রয়েড এবং দুটি বাটন ফোন জব্দ করা হয়। আটককৃতদের জিজ্ঞাসাবাদ শেষে দেশীয় অস্ত্র, চাঁদাবাজির প্রয়োজনীয় তথ্যসহ সকালে চুয়াডাঙ্গা সদর থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের পরিদর্শক (ওসি) খালেদুর রহমান বলেন, সকালে সেনাবাহিনীর সদস্যরা দুজনকে আটক করে থানায় হস্তান্তর করেছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিডিপ্রতিদিন/কবিরুল