বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকোর জন্মদিন উপলক্ষে নোয়াখালীতে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১২ আগস্ট) সকাল ১১টায় নোয়াখালী জেলা আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদের উদ্যোগে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো। তিনি বলেন, ‘আরাফাত রহমান কোকোর প্রতি ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের নানা রকম অবিচার ও নির্যাতন ছিলো। বিএনপি ভবিষ্যতে ক্ষমতায় এলে নোয়াখালীতে কোকোর নামে একটি স্টেডিয়াম নির্মাণ করা হবে।’
সভায় সভাপতিত্ব করেন জেলা কোকো ক্রীড়া পরিষদের আহ্বায়ক মো. সেলিম এবং সঞ্চালনা করেন জেলা সদস্য সচিব অ্যাডভোকেট আব্দুল মান্নান ভূঁইয়া।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট এটিএম জাকারিয়া, বিএনপি নেতা শাহ জাফরুল্লাহ রাসেল, বেগমগঞ্জ কোকো ক্রীড়া পরিষদের আহ্বায়ক বেলায়েত হোসেন ও সদস্য সচিব মামুন, সদর উপজেলার আহ্বায়ক অ্যাডভোকেট রহিমুল্লাহ ও সদস্য সচিব জসীমউদ্দীন, সেনবাগের আবুল কালাম, অ্যাডভোকেট সাফায়েত হোসেন লিটন, এবং সোনাইমুড়ীর মানসুরুল হক।
আলোচনা সভা শেষে আরাফাত রহমান কোকোর আত্মার মাগফিরাত কামনায় মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়।
বিডি প্রতিদিন/জামশেদ