বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় নিজ বাড়িতে একা বসবাসকারী শাহিনুর বেগম (৪৭) নামে এক নারীকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। সোমবার (১ সেপ্টেম্বর) রাতে উপজেলার গোয়ালবাথান গ্রামে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত শাহিনুর একই গ্রামের আমিরুল ইসলাম ভেলুর সাবেক স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শাহিনুর বেগম প্রায় ১০ বছর আগে স্বামীর সঙ্গে বিচ্ছিন্ন হন এবং এরপর থেকে বাড়িতে একা থাকতেন। তার একমাত্র ছেলে আল আমিন চার বছর ধরে প্রবাসে রয়েছেন। রবিবার (৩১ আগস্ট) রাত ৮টার দিকে ছেলের সঙ্গে সর্বশেষ মোবাইলে কথা বলেন শাহিনুর। এরপর থেকেই তার ফোন বন্ধ পাওয়া যায়।
দিনভর মায়ের সঙ্গে যোগাযোগ করতে না পেরে ছেলেটি প্রতিবেশীদের বিষয়টি জানায়। পরে সোমবার রাতে প্রতিবেশীরা বাড়িতে গিয়ে দেখেন, ঘরের ভেতরে হাত-পা বাঁধা অবস্থায় শাহিনুরের মরদেহ পড়ে আছে। সাথে সাথে খবর দেওয়া হলে সারিয়াকান্দি থানা পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
নিহতের স্বজনদের অভিযোগ, দুর্বৃত্তরা ঘরে ঢুকে তাকে শ্বাসরোধে হত্যার পর নগদ টাকা ও মোবাইল ফোন লুট করে নিয়ে গেছে।
সারিয়াকান্দি সার্কেলের সহকারী পুলিশ সুপার রবিউল ইসলাম বলেন, 'মরদেহের প্রাথমিক অবস্থা দেখে এটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলেই মনে হচ্ছে। হত্যার পর বাড়ির জিনিসপত্র তছনছ করা হয়েছে। আমরা ঘটনাটি গুরুত্ব দিয়ে তদন্ত করছি।'
বিডি প্রতিদিন/মুসা
 
                         
                                     
                                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        