ঠাকুরগাঁওয়ের ওষুধ শিল্প প্রতিষ্ঠান এ.আর ল্যাবরেটরিজ–এর জনপ্রিয় ওষুধ “ডি ব্যালেন্স” নকল করে কুষ্টিয়াসহ দেশের বিভিন্ন এলাকায় বাজারজাত করা হচ্ছে—এমন অভিযোগ তুলেছে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ। এ নিয়ে ভেজাল প্রতিরোধে পদক্ষেপ গ্রহণ ও সাধারণ মানুষকে সতর্ক করতে সংবাদ সম্মেলন করেছে তারা।
মঙ্গলবার দুপুরে পৌর শহরের টিএফসি রেস্টুরেন্টে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ অভিযোগ করে বলেন, প্রতারক একটি চক্র “ডি ব্যালেন্স” নকল তৈরি করে বাজারজাত করছে এবং অনলাইনের মাধ্যমেও প্রতারণা চালাচ্ছে। এতে সাধারণ মানুষ প্রতারিত হওয়ার পাশাপাশি স্বাস্থ্যের জন্যও ঝুঁকিতে পড়ছে। ইতিমধ্যে এক প্রতারক চক্রকে আইনের মাধ্যমে জরিমানা করা হলেও তাদের কিছু সদস্য এখনো সক্রিয় রয়েছে।
তারা আরও বলেন, “আমরা চাই সাধারণ মানুষ যেন নকল ওষুধ কিনে ক্ষতিগ্রস্ত না হয়। এজন্য সবাইকে সচেতন থাকতে হবে এবং ভেজালকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা জোরদার করতে হবে।”
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন এ.আর ল্যাবরেটরিজের প্রোপাইটর হাকীম আব্দুল হাই, উপদেষ্টা আলমগীর হোসেন ও মার্কেটিং হেড তাহিরুল ইসলাম।
বিডি প্রতিদিন/হিমেল