‘প্রযুক্তির যুগে সাক্ষরতার প্রসার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের মতো মেহেরপুরেও যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হয়েছে।
সোমবার (৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০ টার দিকে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালির নেতৃত্ব দেন জেলা প্রশাসক ডক্টর মোহাম্মদ আব্দুল সালাম।
জেলা প্রশাসক চত্বর থেকে শুরু হয়ে র্যালিটি চত্তর প্রদক্ষিণ শেষে আবারও একই স্থানে গিয়ে শেষ হয়। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক তরিকুল ইসলাম, জেলা উপানুষ্ঠানিক শিক্ষা সহকারী অফিসার সুররুজ্জামানসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারীরা। র্যালিতে অংশ নেন জেলার বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা।
বিডি প্রতিদিন/জামশেদ