বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া শহর শাখার যুব ও ক্রীড়া বিভাগের আয়োজনে অনুষ্ঠিত আবিদুর রহমান সোহেল ফুটবল টুর্নামেন্ট-এর নুনগোলা ভেন্যুর চ্যাম্পিয়ন হয়েছে গোকুল ইউনিয়ন।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকেলে নুনগোলা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে স্বাগতিক নুনগোলা ইউনিয়নকে ২-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় গোকুল ইউনিয়ন। ম্যাচের প্রথমার্ধে দুই দলের রক্ষণাত্মক খেলার ফলে গোল হয়নি। তবে দ্বিতীয়ার্ধে গোকুল ইউনিয়ন ধারাবাহিক আক্রমণ চালিয়ে দুটি গোল করতে সক্ষম হয়। দলের পক্ষে গোল দুটি করেন আশরাফুল ও মাসুদ।
খেলা শেষে পুরস্কার বিতরণ করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া শহর শাখার আমির অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শহর জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি আব্দুস ছালাম তুহিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহর জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আ.স.ম আব্দুল মালেক। এ সময় আরও উপস্থিত ছিলেন জামায়াত নেতা আল-আমিন, হেদায়েতুল ইসলাম, এনামুল হক রানা প্রমুখ।
আয়োজকরা জানান, টুর্নামেন্টের অন্যান্য ভেন্যু আলতাফুন্নেছা ও মানিকচক-এও ফাইনাল পর্ব অনুষ্ঠিত হবে। আলতাফুন্নেছা ভেন্যুর ফাইনাল ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে ১৮ ও ১৯ সেপ্টেম্বর এবং মানিকচক উচ্চ বিদ্যালয় ভেন্যুর ফাইনাল অনুষ্ঠিত হবে ২০ সেপ্টেম্বর। প্রতিটি ভেন্যুর চ্যাম্পিয়ন দলকে নিয়ে চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে আলতাফুন্নেছা খেলার মাঠে।
বিডি প্রতিদিন/জামশেদ