সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা এবারও চাঁদপুরে ব্যাপক আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে। জেলা জুড়ে ২২৪টি মণ্ডপে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। প্রতিমা তৈরির কাজ দ্রুত গতিতে চলছে, আর কারিগররা দেবী দুর্গা সহ অন্যান্য দেবদেবীর প্রতিমায় নিপুণ হাতের ছোঁয়ায় সৌন্দর্য ফুটিয়ে তুলছেন।
চাঁদপুরে পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে জানানো হয়েছে, উৎসবটি এবারও উৎসবমুখর পরিবেশে উদযাপন করা হবে। দেবী দুর্গার আগমনে মণ্ডপগুলো সাজানো হচ্ছে, আর কারিগরদের কাজ চলছে ২৪ ঘণ্টা জুড়ে। তাদের কাছে সময় নেই, কারণ পূজার জন্য প্রতিমার কাজ শেষ করতে হবে তাড়াতাড়ি।
এ বছর শারদীয় দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা শুরু হয় ২১ সেপ্টেম্বর মহালয়ার মাধ্যমে, যা পরবর্তী ২৮ সেপ্টেম্বর ষষ্ঠী পূজার মাধ্যমে পূর্ণতা পাবে। মূল পূজা ২৮ সেপ্টেম্বর শুরু হবে এবং ২ অক্টোবর বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে।
কারিগর গোবিন্দ পাল এবং জীবন্ত পাল বলেন, তারা দেবী দুর্গা, সরস্বতী, লক্ষ্মী, গণেশ সহ অন্যান্য দেবদেবীর প্রতিমা তৈরি করতে ব্যস্ত। প্রতিটি মণ্ডপে কাজ চলছে দ্রুত গতিতে। এ বছর, দেবী দুর্গার আগমন হবে গজে (হাতি) এবং তিনি যাবেন দোলায়। এই মূহুর্তে, ভক্তরা ঢাকের শব্দের অপেক্ষায় আছেন।
এদিকে, চাঁদপুর জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক তমাল কুমার ঘোষ জানান, গত কয়েক বছরে চাঁদপুরে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তবে, এবছরও সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উৎসব উদযাপনের জন্য তারা সকলের সহযোগিতা কামনা করেছেন।
চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বাহার মিয়া জানিয়েছেন, আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর পক্ষ থেকে এই উৎসবকে নিরাপদ এবং শান্তিপূর্ণভাবে উদযাপন করার জন্য সবধরনের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ইতোমধ্যে মন্দিরগুলোতে সিসি ক্যামেরা স্থাপন, রেজিস্টার সংরক্ষণ, এবং স্বেচ্ছাসেবক টিম গঠন করা হয়েছে। পুলিশের টহল বাহিনী ২৪ ঘণ্টা মোবাইল টিম ও সাদা পোশাকে নিরাপত্তার দায়িত্ব পালন করবে।
বিডি প্রতিদিন/জামশেদ