২৬ মে, ২০১৯ ১২:৩০

আমরা কেবল হারতে আসিনি: লঙ্কান স্পিনার

অনলাইন ডেস্ক

আমরা কেবল হারতে আসিনি: লঙ্কান স্পিনার

ফাইল ছবি

সময়টা মোটেও ভালো যাচ্ছে না শ্রীলঙ্কা ক্রিকেটের। হারের ধারাবাহিকতায় শুক্রবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচেও হেরেছে তারা। কিন্তু এই দলটিই বিশ্বকাপের মঞ্চে ভয়ডরহীন ক্রিকেট খেলে চমকে দিতে চাইছে, এমনটাই জানালেন লঙ্কান স্পিনার জেফরি ভ্যান্ডারসে।

ভ্যান্ডারসে বলেন, ‘আমরা লড়াইয়ের জন্য উজ্জীবিত। এখানে আমরা কেবল হারতে আসিনি, জিততে এসেছি। দেশের মানুষের জন্য লড়াই করবো। লোকজন যা বলে বলুক, আমরা ভয়ডরহীন ক্রিকেট খেলবো।’

২৯ বছর বয়সী লেগস্পিনার বলেন, ‘সবসময় নেতিবাচক চিন্তা থাকবে, বিশেষ করে আমাদের নিয়ে। অন্য দলগুলোর ব্যাপারেও। কিন্তু যখন খারাপ সময় যাবে, তখন কীভাবে ঘুরে দাঁড়াচ্ছি সেটা গুরুত্বপূর্ণ ব্যাপার। দেখিয়ে দেবো আমরা জিততে সামর্থ্য রাখি।’

দেশের জন্য কিছু করতে চান এই বিশ্বকাপে এমন আশা জানিয়ে ভ্যান্ডারসে বলেন, ‘দলের জন্য অবদান রাখতে পারব, এই বিশ্বাস আমার সবসময় আছে। বিশ্বকাপে ভালো সময় কাটানোর মতো আমার প্রতিভা ও আত্মবিশ্বাস আছে। দিমুথের নেতৃত্ব দারুণ। দলের জন্য দ্রুত রান করতে পারে সে এবং খুব গুরুত্বপূর্ণ খেলোয়াড়- মাঠে ও মাঠের বাইরে।’

১ জুন নিউজিল্যান্ডের বিপক্ষে শুরু হবে শ্রীলঙ্কার বিশ্বকাপ যাত্রা।

 

বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর