শিরোনাম
২৬ জুন, ২০১৯ ২২:৫৪

বাবরের ব্যাটে এগুচ্ছে পাকিস্তান

অনলাইন ডেস্ক

বাবরের ব্যাটে এগুচ্ছে পাকিস্তান

নিউজিল্যান্ডের দেয়া ২৩৮ রানের লক্ষ্যে ব্যাট করছে পাকিস্তান। শুরুতেই বোল্ডের তোপে পড়ে পাকিস্তান। ৯ রান করা ফখর জামান বোল্ডের বলে ক্যাচ দিয়ে ফেরেন। এরপর আরেক পেসার লোকি ফার্গুসনের ১৯ রান করা ইমাম উল হক। তবে দ্রুত দুই উইকেট পতন হলেও বাবর আজম সামলে নিয়েছেন চাপ। কিউই বোলারদের ভালোভাবেই মোকাবিলা করছেন তারা। 

এই রিপোর্ট লেখা পর্যন্ত ২৬ ওভারে ৩ উইকেট হারিয়ে পাকিস্তানের সংগ্রহ ১১৩ রান। ক্রিজে রয়েছেন বাবর আজম ৫০ ও হারিস ৩ রানে।   

এর আগে টস জিতে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসের ১০ ওভার খেলতেই তিন উইকেট হারায় নিউজিল্যান্ড।

পরের পাঁচ ওভারে আরো একজনের বিদায়। ধ্বংসস্তুপে পরিণত নিউজিল্যান্ড ব্যাটিং ওর্ডার। বিশ্বকাপের এবারের আসরে শুরু থেকে দুর্দান্ত খেলে আসা ব্ল্যাকক্যাপসদের চেনাই যাচ্ছিল না। গাপটিল, মুনরো, রস টেইলরের মতো প্রথম সারির ব্যাটসম্যানদের হারিয়ে যেন দিশেহারা হয়ে উঠেছিল নিউজিল্যান্ড।

তবে এই ধাক্কা খানিকটা সামলে নিয়ে ম্যাচে ফেরেন তারা। আর সেটা সম্ভব হয়েছে মিডল অর্ডারের দৃঢ় ব্যাটিংয়ে। জিমি নিশাম ও গ্রান্ডহোমের জোড়া অর্ধশতকে পাকিস্তানের জন্য ২৩৮ রানের টার্গেট দাঁড় করায় নিউজিল্যান্ড। 

বিডি প্রতিদিন/২৬ জুন, ২০১৯/আরাফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর