পাঁচ বছর পর আন্তর্জাতিক একদিনের ক্রিকেটে অর্ধশতরান করলেন ভারতীয় দলের অলরাউন্ডার রবীন্দ্র জাডেজা। বুধবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে সেমিফাইনালে ৩৯ বলে ৫০ করেন জাডেজা। শেষ পর্যন্ত ৭৭ রান করে তিনি আউট হন।
এদিন ৫০ করার সঙ্গে একটি নজিরও গড়েন টিম ইন্ডিয়ার এই অলরাউন্ডার। বিশ্বকাপের নক আউট ম্যাচে তিনিই প্রথম ব্যাটসম্যান হিসেবে আটে নেমে অর্ধশতরান করেছেন। তবে বৃথা যায় জাদেজার জাদু। তার এমন দুর্দান্ত ইনিংসের পরেও ভারত ১৮ রানে হেরে বিদায় নেয় এবারের বিশ্বকাপ থেকে।
বিডি-প্রতিদিন/ তাফসীর আব্দুল্লাহ