ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক নবীউল্লাহ নবী বলেছেন, গণমানুষের দল হিসেবে বিএনপি সব সময়ই চেয়েছে জাতির মধ্যে ঐক্য ধরে রাখতে। আসন্ন ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনকে সামনে রেখে এখনো সে লক্ষ্যে কাজ করছি আমরা। অচিরেই দেশের চলমান রাষ্ট্র সংস্কারের মধ্য দিয়ে বিএনপির ৩১ দফার রূপরেখা বাস্তবায়ন হবে।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা কর্মসূচিকে জনগণের মাঝে ছড়িয়ে দিতে শুক্রবার রাজধানীর উত্তর যাত্রাবাড়ীতে লিফলেট বিতরণকালে তিনি একথা বলেন। যাত্রাবাড়ী থানাধীন ৪৮ নং ওয়ার্ড বিএনপির সদস্য সচিব জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে এ কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন নবীউল্লাহ নবী।
এসময় তিনি আরও বলেন, তারেক রহমান ঘোষিত এই ৩১ দফা বাংলাদেশের ভবিষ্যতের জন্য একটি বাস্তবসম্মত ও জরুরি পরিকল্পনা। দেশকে একটি আধুনিক ও জনকল্যাণমূলক রাষ্ট্র হিসেবে গড়ে তোলার জন্য ৩১ দফা রূপরেখা জনসাধারণের মাঝে ছড়িয়ে দেওয়ার ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাব্য তারিখ ঘোষণাকে স্বাগত জানিয়ে নবীউল্লাহ নবী বলেন, দীর্ঘদিনের গণতান্ত্রিক আন্দোলনের ফলেই এ নির্বাচন ঘোষণার পথে সরকার এসেছে। তবে শুধু তারিখ ঘোষণা নয়, বিএনপি চায় একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন। এই লক্ষ্যে এখন থেকেই আমাদের প্রস্তুতি নিতে হবে।
বিডি-প্রতিদিন/শআ