শুক্রবার, ৭ অক্টোবর, ২০২২ ০০:০০ টা

ব্রিটিশ জাদুঘর

ব্রিটিশ জাদুঘর

হাজারো ঐতিহাসিক নিদর্শনের তীর্থস্থান যুক্তরাজ্যে অবস্থিত ব্রিটিশ মিউজিয়াম। এর অবারিত সংগ্রহ দেখতে দেখতে সশরীরে সেখানে সারা দিনও কাটিয়ে দেওয়া সম্ভব। এখানে প্রবেশ করলে পুরো ঘণ্টা খানেকের মধ্যে দেখা হয়ে যাবে পুরো বিশ্ব। জাদুঘরটি যুক্তরাজ্যের লন্ডনের গ্রেট রাসেলে অবস্থিত। এটি মানুষের ইতিহাস এবং সংস্কৃতির জাদুঘর, যা বিশ্বের সবচেয়ে বড় জাদুঘরগুলোর মধ্যে অন্যতম জাদুঘর। ৭৫ হাজার বর্গমাইলের এই জাদুঘরে প্রায় ১৩ মিলিয়ন নিদর্শন সংরক্ষিত আছে।  এটি স্থাপিত হয় ১৭৫৩ সালে এবং এটিই বিশ্বের প্রথম পাবলিক মিউজিয়াম। পদার্থবিজ্ঞানী স্যার হ্যান্স স্লোয়েনের সংগৃহীত জিনিসপত্রের ওপর ভিত্তি করে এই জাদুঘরটি শুরুতে গড়ে ওঠে। ব্লুমসবারি, মন্টাগু হাউসে স্থাপিত জাদুঘরটি জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় ১৭৫৯ সালের ১৫ জানুয়ারি। স্যার হ্যান্স ৭১ হাজারের বেশি বস্তু সামগ্রী সংগ্রহ করে জাদুঘরটিতে প্রদান করেছিলেন। এদের মধ্যে ৪০ হাজারের বেশি ছিল পুস্তক, ৭ হাজার পা-ুলিপি, ৩৩৭ প্রজাতির উদ্ভিদ দেহাবশেষসহ মিসর, গ্রিস, রোম, ভারত ও আমেরিকা থেকে সংগৃহীত বস্তু ও প্রত্নসামগ্রী। তবে অনলাইনেও ঘরে বসে ঐতিহাসিক ‘রোসেটা পাথর’ ও ‘মিসরের মমি’ দেখতে পাবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর