শুক্রবার, ৭ অক্টোবর, ২০২২ ০০:০০ টা
বিজ্ঞান মজা

ছোটদের বিজ্ঞানের মজার খেলা...

ছোটদের বিজ্ঞানের মজার খেলা...

১. একটা বোতলের মুখে পাতলা ছোট একটা কাগজ কুচিমুকি করে দলা পাকিয়ে রাখ। এখন চেষ্টা কর ফু দিয়ে কাগজটাকে বোতলের ভেতরে ঢোকাতে। যতই চেষ্টা কর, তুমি কাগজটা ভেতরে ঢোকাতে পারবে না। বেশি চেষ্টা করলে উল্টো কাগজটা ছিটকে বেরিয়ে আসবে! কারণটা খুব সহজ। বোতলটা বন্ধ বলে ফুঁ দিয়ে তুমি বোতলের ভেতরে বাতাসের কোনো প্রবাহ তৈরি করতে পার না। উল্টো বাতাসের চাপটা একটু বাড়িয়ে দাও। যেটা কাগজটাকে ছিটকে বাইরে ফেলে দেয়।

২. মুখে নল লাগিয়ে তোমরা সবাই কখনো না কখনো কোনো রকম পানীয় খেয়েছ। মুখে একটির বদলে দুটি নল লাগিয়ে খাওয়া আরও সহজ। কিন্তু একটি পানীয়ের ভেতরে ডুবিয়ে আরেকটি বাইরে রেখে কখনো চেষ্টা করেছ কি? না করে থাকলে চেষ্ট করে দেখ, কী মজা হয়!

(মুহম্মদ জাফর ইকবালের বিজ্ঞানের একশ মজার খেলা বই থেকে নেওয়া)

সর্বশেষ খবর