কিচির মিচির কিচির মিচির
চড়ুইগুলো ডাকে!
এসে ঝাঁকে ঝাঁকে,
বসে গাছের শাঁখে!
যেন নূপুর বাজে
রোজই সন্ধ্যা সাঁজে,
রঙে রঙিন রঙের বাহার
সবুজ পাতার ভাঁজে!
হাজার হাজার পাখি!
যায় জুড়িয়ে আঁখি!
সূর্যাস্তের কালে চোখে
স্বপ্ন মাখামাখি!
কিচির মিচির কিচির মিচির
চড়ুইগুলো ডাকে!
এসে ঝাঁকে ঝাঁকে,
বসে গাছের শাঁখে!
যেন নূপুর বাজে
রোজই সন্ধ্যা সাঁজে,
রঙে রঙিন রঙের বাহার
সবুজ পাতার ভাঁজে!
হাজার হাজার পাখি!
যায় জুড়িয়ে আঁখি!
সূর্যাস্তের কালে চোখে
স্বপ্ন মাখামাখি!