এতটুকু মশাটার যে-
কোথায় চোখ আর কান
কোথায় থাকে মুখটি বল
গাইতে পারে গান?
পাখির মতো পাখনা মেলে
আমায় খুঁজে পায়
সুযোগ বুঝে গায়ে বসে
ভীষণ রক্ত খায়।
এত চিকন গলাতে তার
বাঁধে নাকো মোটে
মারতে গেলে ফুড়ুত করে
পিঠ বাঁকিয়ে ছোটে।
ভীষণ চালাক মশাটা যে
ধরায় মনে জ্বালা
জাম বাগানের দুষ্ট পেত্নী
বুঝি কী তোর খালা।