ইলিশের গন্ধে
ভূত নাচে ছন্দে
মৃধু সুরে গান গায়
হাসে খিল খিল
অদ্ভুত চেহারায়
সম্মুখে সে দাঁড়ায়
ভয় পেলে নড়ে যায়
হৃদয়ের ভিত।
ভয়ংকর হাসি যেন
আগুনের গোল্লা
সাহসীর মনে ভয়
নেই একতোল্লা
হাবলুর ভাবনা
ভয় আর পাব না
ভূত বলে কিছু নেই
মিছে সবটাই
সাহসের সঙ্গে ভয়
জয় করে যাই।