নায়েব আলী দারোয়ান
দশ কেজি ভাত খান
নাক ডেকে ঘুম যান
ঘুমে নাকি সুখ পান।
ঘুম থেকে জেগে বলে
বেশি করে ভাত আন
খাসিটার রান আন
খানা শেষে পান খান।
নায়েব আলী দারোয়ান
দেখতে সে পালোয়ান
লাঠি হাতে রাতে তিনি
চোর ডাকাত সামলান।
নায়েব আলী দারোয়ান
দশ কেজি ভাত খান
নাক ডেকে ঘুম যান
ঘুমে নাকি সুখ পান।
ঘুম থেকে জেগে বলে
বেশি করে ভাত আন
খাসিটার রান আন
খানা শেষে পান খান।
নায়েব আলী দারোয়ান
দেখতে সে পালোয়ান
লাঠি হাতে রাতে তিনি
চোর ডাকাত সামলান।