নীলাকাশের চাঁদকে ডাকে
খোকা ইশারাতে
আয় না মামা, একটু কাছে
খেলব একই সাথে।
রাতের বেলায় আলোকিত
লক্ষ কোটি তারা
ওই আকাশে কেমনে তুমি
থাক সঙ্গী ছাড়া।
দিনের বেলায় তোমার দেখা
পাই না কেন আমি।
রাত আকাশে উঠলে জেগে
একটুখানি থামি!
আদর সোহাগ দেব তোমায়
এসো আমার কাছে
রাতের বেলায় খেলারছলে
থাকব আমি পাশে।