চুয়াডাঙ্গায় অতি তীব্র তাপপ্রবাহে বিপর্যস্ত জনজীবন। শনিবার বিকেল ৩টায় জেলায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪২ ডিগ্রি সেলসিয়াস, যা চলতি মৌসুমের সর্বোচ্চ। এসময় বাতাসের আর্দ্রতা ছিল ১৬ শতাংশ। ফলে তীব্র গরমে জনজীবনে স্থবিরতা নেমে এসেছে।
চুয়াডাঙ্গা আঞ্চলিক আবহাওয়া পর্যবেক্ষণাগারের ইনচার্জ জামিনুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।
স্থানীয়রা বলছেন, বাইরে বের হলে শরীরে যেন আগুনের তাপ অনুভূত হচ্ছে। গরম বাতাসে অল্পতেই কণ্ঠনালী শুকিয়ে যাচ্ছে। পানি পানে পিপাসা মিটছে না। এ অবস্থায় শহরের শরবত জাতীয় পানীয়ের দোকানগুলোতে পথচারীদের ভিড় দেখা যাচ্ছে। একটু প্রশান্তির আশায় অনেকেই রাস্তার পাশের ছায়াযুক্ত এলাকায় বিশ্রাম নিচ্ছেন। শ্রমজীবী মানুষরা গরমের কারণে কাজে এসেও অল্পতেই হাঁপিয়ে উঠছেন।
ভ্যানচালক আজিবর রহমান বলেন, ভ্যান চালিয়ে বাজার সদাই করি। কিন্তু গরমে ভ্যান চালিয়ে যাত্রী মিলছে না। অন্যদিকে, অল্প সময়েই নিজে কাহিল হয়ে পড়ছি।
ইজিবাইক চালক সামসুল আলম বলেন, গরমের কারণে দিনরাতে কোনো সময় শান্তি পাওয়া যাচ্ছে না। দিনে পিচ রাস্তার তাপে গায়ের চামড়া পুড়ে যাচ্ছে। শ্বাস নিতেও কষ্ট হচ্ছে। অন্যদিকে রাতে ভ্যাপসা গরমে ঘুম আসছে না।
চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান জানান, শনিবার চুয়াডাঙ্গায় এ বছরের প্রথম অতি তীব্র তাপপ্রবাহ রেকর্ড করা হয়েছে। আরও দু’একদিন তাপপ্রবাহ থাকতে পারে।
বিডি প্রতিদিন/এমআই
 
                         
                                     
                                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        