বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খান বলেছেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া সারাটা জীবন এ দেশের গণতন্ত্রের জন্য লড়াই করেছেন। এ দেশের সমৃদ্ধির জন্য লড়াই করেছেন। আগামীতে তিনি রাজনীতিতে ওইভাবেই সক্রিয় থাকবেন মুরুব্বি হিসেবে, দেশের অভিভাবক হিসেবে। যেকোনো সময় তিনি ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হবেন। আগামী দিনের গণতন্ত্রের যাত্রায় তিনি দিক-নির্দেশনা দিবেন।
শনিবার দুপুরে টাঙ্গাইলের বাসাইলে নবনিযুক্ত প্রাথমিক শিক্ষকদের নবীনবরণ অনুষ্ঠানে যোগদানের আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের বিষয়ে দলের অবস্থান জানতে চাইলে তিনি বলেন, এই ইস্যুকে বাস্তবায়নের জন্য একটি রাজনৈতিক দল নয়, এটাতে সকল রাজনৈতিক দল, সরকার ও জনগণের ঐক্য দরকার। এটি বাস্তবায়নের জন্য সরকার এখনো সেই উদ্যোগ গ্রহণ করেনি। কাজেই আমাদের দলের পক্ষ থেকে এখনো চূড়ান্তভাবে কিছু বলার সময় হয়নি।
ভারত-পাকিস্তান যুদ্ধ প্রসঙ্গে তিনি বলেন, পাক-ভারত যুদ্ধ একটি স্পর্শকাতর বিষয়। এ যুদ্ধে উপমহাদেশে আমরা সবাই কমবেশি ক্ষতিগ্রস্ত হবো। রাসা-ইউক্রেন আমাদের থেকে অনেক দূরে। তারপরও এ যুদ্ধে আমাদের দেশে প্রভাব পড়েছে। আর পাক-ভারত আমাদের এই উপমহাদেশে। অর্থনীতিতে বড় ধরনের প্রভাব পড়বে।
মোশারফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার আঞ্জুমান আরা বীথি, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মামুন আল জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক নূর নবী আবু হায়াত খান নবু, উপজেলা বিএনপির সহ-সভাপতি রাশেদা সুলতানা রুবি, পৌর বিএনপির সভাপতি আক্তারুজ্জামান তুহিন, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ পিন্টুসহ অন্যরা।
বিডি প্রতিদিন/এমআই
 
                         
                                     
                                                             
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        