ধরতে মানা পাখির ছানা
মা বলেছেন সাফ,
তবুও সকাল বিকাল ছোটে
ছানার পিছে ‘ক্বাফ’।
বাড়ির পাশে ঘরের চালে
চড়ুই পাখির বাসা,
ধরতে গিয়ে পাখির ছানা
ব্যর্থ ‘ক্বাফে’র আশা।
মনটা ভারি ক্বাফের মুখে
ঝুলে বাংলা পাঁচ,
দেখতে পেয়ে মা তখনই
করতে পারেন আঁচ।
মা বলেন এই ছানা যেমন
মা পাখিটার চোখে,
তুমিও বাবা ঠিক ততটা
আমারই এই বুকে।