রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে সংরক্ষিত মহিলা আসনের সাবেক দুই এমপি, শেখ হাসিনার সহকারী প্রেস সচিবসহ সাতজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তারা হলেন- একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসন-৪৯ থেকে নির্বাচিত জাতীয় সংসদ সদস্য ও আওয়ামী লীগের কুমিল্লা উত্তর জেলার সহসভাপতি সেলিনা ইসলাম, কৃষক লীগ নেত্রী ও সাবেক এমপি অ্যাডভোকেট শামীমা আক্তার খানম, শেখ হাসিনার সহকারী প্রেস সচিব আশরাফ সিদ্দিকী বিটু, চৌদ্দগ্রাম কুমিল্লার সাবেক উপজেলা চেয়ারম্যান আবদুস সোবহান ভূঁইয়া ওরফে হাসান, চাঁদপুর জেলার মতলব দক্ষিণ পৌরসভার তিনবারের মেয়র এবং মতলব দক্ষিণ পৌর আওয়ামী লীগের সভাপতি মো. আওলাদ হোসেন লিটন, মাদারীপুর জেলা যুব মহিলা লীগের সভাপতি ও মাদারীপুর সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান নার্গিস আক্তার এবং শাহবাগ থানা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মাহমুদ হোসেন।
গতকাল এসব তথ্য জানিয়েছেন ডিএমপির ডিসি (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান। তিনি বলেন, শনিবার রাতে রাজধানীর গুলশান এলাকা থেকে সেলিনা ইসলামকে গ্রেপ্তার করে ডিবি-মতিঝিল বিভাগের একটি টিম। জিগাতলা থেকে গ্রেপ্তার করা হয় অ্যাডভোকেট শামীমা আক্তার খানম ও আশরাফ সিদ্দিকী বিটুকে। গত শুক্রবার রাতে ডিবি-লালবাগ বিভাগের একটি দল রাজধানীর টিকাটুলী এলাকায় অভিযান চালিয়ে আবদুস সোবহান ভূঁইয়াকে গ্রেপ্তার করে। গত শুক্রবার রাতে ভাটারা এলাকা থেকে মো. আওলাদ হোসেন লিটনকে গ্রেপ্তার করে ডিবি-গুলশান বিভাগের একটি টিম। ডিবি-উত্তরা বিভাগের একটি দল রাজধানীর উত্তরা ৩ নম্বর সেক্টরের ৪ নম্বর রোড এলাকা থেকে নার্গিস আক্তারকে গ্রেপ্তার করে। শুক্রবার রাতে রাজধানীর বকশীবাজার এলাকা থেকে মাহমুদ হোসেনকে গ্রেপ্তার করে ডিবি-সাইবার বিভাগের একটি টিম।
সারা দেশে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ২২৭১ : সারা দেশে পুলিশের বিশেষ অভিযানে ২ হাজার ২৭১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে মামলা ও ওয়ারেন্টভুক্ত আসামি ১ হাজার ১১৮ জন এবং অন্যান্য ঘটনায় ১ হাজার ১৫৩ জন রয়েছে। গত শুক্রবার সকাল ৮টা থেকে আজ (শনিবার) সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় তাদের গ্রেপ্তার করা হয়। পুলিশের বিশেষ এ অভিযান চলমান থাকবে বলে জানিয়েছেন পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া) ইনামুল হক সাগর।
এদিকে ডিএমপির মোহাম্মদপুর জোনের সহকারী কমিশনার (এসি) এ কে এম মেহেদী হাসান জানান, গত শুক্রবার মোহাম্মদপুর এলাকায় সাঁড়াশি অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে পেশাদার মাদক কারবারি, পরোয়ানাভুক্ত আসামি ও বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী রয়েছে।