জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ছাত্রদলের তত্ত্বাবধানে এবং ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) সহযোগিতায় বিশ্ববিদ্যালয়টির ১০ হাজার শিক্ষার্থীকে ‘হেপাটাইটিস বি’ ভ্যাকসিন দেওয়ার উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
শনিবার সকাল ১০টা থেকে বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়া প্রাঙ্গণে জাবি শাখা ছাত্রদলের ব্যবস্থাপনায় শিক্ষার্থীদের ব্লাড স্যাম্পল স্ক্রিনিংয়ের মধ্য দিয়ে এ কর্মসূচি শুরু হয়েছে।
এ কর্মসূচির আওতায় থাকছে উন্নত মানের টেস্ট কিট দিয়ে ফ্রি হেপাটাইটিস বি স্ক্রিনিং, ফ্রি হেপাটাইটিস ‘বি’ ভ্যাকসিন প্রদান। ইতোমধ্যে গত ৮ মে থেকে টিকা কার্যক্রমের জন্য নিবন্ধন প্রক্রিয়া শুরু হয়েছে। যা চলবে চলতি মাসের ২১ তারিখ পর্যন্ত।
নিবন্ধিত শিক্ষার্থীদের রক্ত পরীক্ষা ও স্ক্রিনিং কার্যক্রম চলবে ১০ মে থেকে ২১ মে পর্যন্ত। এ ছাড়া ভ্যাকসিনের প্রথম ডোজ দেওয়া হবে ১৪ মে থেকে ২২ মে ২০২৫ এর মধ্যে। পরবর্তী দুই ডোজ প্রথম ডোজের এক মাস পর পর দেওয়া হবে।
জাবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এম ফয়সাল হোসেন বাংলাদেশ প্রতিদিনকে বলেন, প্রয়োজনীয় স্বাস্থ্য সেবা নিশ্চিত করা আমাদের ৩১ দফার একটি গুরুত্বপূর্ণ বিষয়। স্বাস্থ্যখাতসহ রাষ্ট্রের সববিষয়ই সংস্কার করতে হবে। সেই লক্ষ্য নিয়ে আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ৩১ দফা ঘোষণা করেছেন। তারই অংশ হিসেবে জাবিতে শিক্ষার্থীদের ‘হেপাটাইটিস-বি’ ভ্যাকসিন দেওয়া হচ্ছে।
জাবি শাখা ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন মোহাম্মদ বাবর বাংলাদেশ প্রতিদিনকে বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক দেশনায়ক তারেক রহমানের নির্দেশনায় জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের তত্ত্বাবধানে ব্লাড স্যাম্পল স্ক্রিনিংয়ের মধ্য দিয়ে আজ থেকে জাবিতে সকল শিক্ষার্থীর জন্য হেপাটাইটিস বি ভ্যাকসিনেশন প্রোগ্রাম শুরু হয়েছে। আগামী ১৪ মে থেকে ভ্যাকসিন দেওয়া শুরু হবে। এই ভ্যাকসিনেশন প্রোগ্রামের মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির জন্য আমরা কাজ করছি।
উল্লেখ্য, নিবন্ধনের জন্য শিক্ষার্থীরা নিচের লিংকে প্রবেশ করতে পারবেন: http://146.190.101.95:5002/registration/ju
বিডি প্রতিদিন/এমআই