মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী বলেছেন, ভারত-পাকিস্তানের সঙ্গে আমরা সুসম্পর্ক চাই। এ যুদ্ধ বেশি দিন চললে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হবে বাংলাদেশ। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সাহেবকে অনুরোধ করব, তিনি যাতে সব দলের সঙ্গে বসে এ বিষয়ে একটি সিদ্ধান্তে আসেন। গতকাল বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) অনুষ্ঠিত এক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‘ভারত-পাকিস্তান যুদ্ধের মূল কারণ রাজনৈতিক না ঐতিহাসিক’ এ বিষয়ের ওপর ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করে ডিবেট ফর ডেমোক্র্যাসি। প্রতিযোগিতায় অংশ নেন বাংলাদেশ ইউনিভার্সিটি এবং বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের বিতার্কিকরা। প্রতিযোগিতায় বিজয়ী হয় বিরোধী দল হিসেবে অংশ নেওয়া বদরুন্নেসা কলেজ। ভারত-পাকিস্তানের চলমান উত্তেজনা পরিস্থিতিকে হালকাভাবে না নেওয়ার আহ্বান জানিয়ে মতিউর রহমান চৌধুরী বলেন, উপমহাদেশের ভূ-রাজনীতিতে ভারত-পাকিস্তান যুদ্ধের প্রভাব অনেক। হালকাভাবে এটা দেখার প্রয়োজন নেই। কাশ্মীর ভারত-পাকিস্তানের রাজনীতিবিদদের জন্য দাবার গুটি। যুদ্ধে তাদের মধ্যে কে ক্ষমতায় থাকবে আর কে থাকবে না সেটা নিশ্চিত হয়। রাজনৈতিক সিদ্ধান্ত ছাড়া যুদ্ধ শুরু হয় না। সভাপতির বক্তব্যে ডিবেট ফর ডেমোক্র্যাসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ সাম্প্রতিক পেহেলগাম হামলা, মসজিদে ক্ষেপণাস্ত্র হামলা এবং সীমান্ত পুশ-ইন প্রসঙ্গে উদ্বেগ প্রকাশ করে বলেন, এ পরিস্থিতিতে উসকানিমূলক ধর্মীয় বিদ্বেষ পরিহার করে উভয় দেশের সাধারণ মানুষকে যুদ্ধবিরোধী অবস্থান নিতে হবে। চলমান উত্তেজনার কারণে বাংলাদেশের আমদানি-রপ্তানি, সাপ্লাই চেইন ও পুঁজিবাজারে নেতিবাচক প্রভাব পড়তে পারে। প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন সাংবাদিক মাঈনুল আলম, তাজুল ইসলাম চৌধুরী তুহিন, এ কে এম মঈনুদ্দিন, কবি জাহানারা পারভীন ও মিজানুর রহমান।