শুক্রবার, ৭ এপ্রিল, ২০২৩ ০০:০০ টা

ভোর হয়েছে নাকি

নাফে নজরুল

ভোর হয়েছে নাকি

ভোর না হতে দোর খুলে আজ

কে দিলোরে ডাক

ঝিরঝিরিয়ে বাতাস এসে

বলল খোলা থাক।

 

চারদিকে তো আঁধার করা

হয়নি সকাল ওরে

ঘুমপাড়ানির মাসি এসে

বলল ঘুমের ঘোরে।

 

শিশির ভেজা শিউলী তলা

শূন্য পড়ে আছে

হাওয়ার তালে দোল খেলে যায়

শিউলী গাছে গাছে।

 

পাতার ফাঁকে ঘুমিয়ে থাকা

নাম না জানা পাখি

হঠাৎ করে উঠলো ডেকে

ভোর হয়েছে নাকি?

 

পাখির ডাকে সকল পাখি

ওমনি দিলো ডাক

ভোর হয়েছে ভোর হয়েছে

সূর্যি মামা জাগ।

 

কাঁথা ছেড়ে জানলা খুলে

খোকন সোনা রাগে

প্রতিদিনই উঠবো আমি

সূর্যি মামার আগে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর