এল ক্লাসিকো মানেই ফুটবলে আলাদা উন্মাদনা। আজ রাতে স্প্যানিশ লা লিগার ম্যাচটি বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। একদিকে কোপা দেল রের শিরোপা জিতে ট্রেবল জয়ের আশা করলেও চ্যাম্পিয়নস লিগ থেকে ছিটকে গেছে ইয়ামালরা। এখন বাকি শুধু লা লিগা। অপরদিকে এখনো কোনো শিরোপার দেখা পাননি এমবাপ্পেরা। চ্যাম্পিয়নস লিগ থেকে আগেই বিদায় নেওয়ার পর কোপা দেল রের ফাইনালে বার্সার কাছে হারে রিয়াল। তাই এখন লা লিগায় মৌসুমের শেষ শিরোপার লড়াই তাদের সামনে। একরকম বলা যায়, আজ লা লিগার শিরোপা নির্ধারণী ম্যাচ। কেননা, এর আগেও বহুবার স্পেনের ঘরোয়া এ টুর্নামেন্টের শেষ এল ক্লাসিকোতেই শিরোপা নির্ধারণ হয়েছে। আজকের এল ক্লাসিকোয় কাতালানরা জিতলেই লা লিগার শিরোপা প্রায় নিশ্চিত হয়ে যাবে। অন্যদিকে রিয়াল মাদ্রিদ জিতলে শিরোপার লড়াই আরও জমে উঠবে। তাই ট্রফি জয়ের আশা বাঁচিয়ে রাখতে জিততেই হবে তাদের। কেননা, ১২ পয়েন্ট বাকি থাকতেই কোচ হ্যান্সি ফ্লিকের বার্সেলোনার (৭৯ ও ৭৫) চেয়ে চার পয়েন্ট পিছিয়ে আছে রিয়াল। লিগে শেষ ১৪টির ১৩টিতেই জিতেছে কাতালানরা। এমনকি ঘরের মাঠে ৯টির ৮টিতে জয় পেয়েছে তারা। ২০২৫ সালেও অলিম্পিক স্টেডিয়ামে অপরাজিত। বার্সা জিতলে তিন ম্যাচ বাকি থাকতেই ৭ পয়েন্ট নিয়ে এগিয়ে যাবে। রিয়াল শেষ ৮ ম্যাচের ৭টিতে জিতেছে। বার্সার মাঠে আজ মৌসুমের চতুর্থ এল ক্লাসিকো। আগের তিনটিতেই হেরেছে কোচ কার্লো আনচেলত্তির দল। প্রথমবার লা লিগায়, দ্বিতীয় ও তৃতীয়বার স্প্যানিশ সুপার কাপ এবং কোপা দেল রের ফাইনালে। প্রথম দুটিতে বার্সার হয়ে ৯ গোলের ৮টিই করেছেন লেভানদস্কি (৩টি), রাফিনিয়া (৩টি) ও লামিনে ইয়ামাল (২টি)। আবার বার্সার মাঠে শেষ ৫টি এল ক্লাসিকোর ৪টিই জিতেছে রিয়াল। ১০টি অ্যাওয়ে ক্লাসিকোতে ৫টি জয়, ৩টি ড্র করেছে তারা। অনেকট সেকেন্ড হোম। তাই বার্সার জন্যও ম্যাচটি চ্যালেঞ্জের। এখন দেখার বিষয় চ্যাম্পিয়নস লিগ থেকে বিদায়ের পর কাতালানরা কীভাবে প্রতিক্রিয়া দেখায়। অন্যদিকে রিয়ালের শিরোপার আশা বাঁচিয়ে রাখার লড়াই।
শিরোনাম
- তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ বিনির্মাণে ধানের শীষের বিকল্প নেই: দুলু
- ভূমিকম্পে নিহত শিশুর শেষ বিদায়ে পাশে থাকতে পারেননি বাবা-মা
- বিএনপি ক্ষমতায় থাকলে নারীরা সুরক্ষিত থাকে: শামা ওবায়েদ
- নরসিংদীর মাধবদী কীভাবে শক্তিশালী ভূমিকম্পের কেন্দ্রে পরিণত হলো?
- 'তারেক রহমান প্রধানমন্ত্রী হলে প্রতিটি পরিবারের হাতে ফ্যামিলি কার্ড দেওয়া হবে'
- মুস্তাফিজকে আবারও দলে নিলো ক্যাপিটালস
- বাগেরহাটে কবি হিমেল বরকতের পঞ্চম মৃত্যুবার্ষিকী পালিত
- ঢাকায় ভূমিকম্পে নিহত বগুড়ার রাফিউলের দাফন সম্পন্ন
- ‘নির্বাচনকে নানাভাবে বাধাগ্রস্ত করার চেষ্টা চলছে’
- বিমান বাহিনীর খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সংবর্ধনা
- বিক্রি হয়ে গেল দ্য টেলিগ্রাফ
- নারায়ণগঞ্জে বিএনপি প্রার্থীর উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত
- মিরসরাইয়ে বিজিবির অভিযানে ভারতীয় ৩১ গরু আটক
- শততম টেস্টে মুশফিকের বিরল রেকর্ড
- ভূমিকম্পে মেট্রোরেল স্থাপনার কোনো ক্ষতি হয়নি: ডিএমটিসিএল এমডি
- বাংলাদেশ ও ভুটানের মধ্যে ২ সমঝোতা স্মারক সই
- পুলিশের ৩ ঊর্ধ্বতন কর্মকর্তার বদলি
- আইন হয়ে গেলে গণভোটের প্রস্তুতি শুরু করবে কমিশন: সিইসি
- প্রধান উপদেষ্টার সঙ্গে ভুটানের প্রধানমন্ত্রীর বৈঠক
- সিরাজগঞ্জে ডিবি হেফাজতে সন্দেহভাজন আসামির মৃত্যু
বার্সা-রিয়াল লড়াইয়ে লা লিগার ভাগ্য
মৌসুমের চতুর্থ এল ক্লাসিকো
ক্রীড়া ডেস্ক
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর