এল ক্লাসিকো মানেই ফুটবলে আলাদা উন্মাদনা। আজ রাতে স্প্যানিশ লা লিগার ম্যাচটি বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। একদিকে কোপা দেল রের শিরোপা জিতে ট্রেবল জয়ের আশা করলেও চ্যাম্পিয়নস লিগ থেকে ছিটকে গেছে ইয়ামালরা। এখন বাকি শুধু লা লিগা। অপরদিকে এখনো কোনো শিরোপার দেখা পাননি এমবাপ্পেরা। চ্যাম্পিয়নস লিগ থেকে আগেই বিদায় নেওয়ার পর কোপা দেল রের ফাইনালে বার্সার কাছে হারে রিয়াল। তাই এখন লা লিগায় মৌসুমের শেষ শিরোপার লড়াই তাদের সামনে। একরকম বলা যায়, আজ লা লিগার শিরোপা নির্ধারণী ম্যাচ। কেননা, এর আগেও বহুবার স্পেনের ঘরোয়া এ টুর্নামেন্টের শেষ এল ক্লাসিকোতেই শিরোপা নির্ধারণ হয়েছে। আজকের এল ক্লাসিকোয় কাতালানরা জিতলেই লা লিগার শিরোপা প্রায় নিশ্চিত হয়ে যাবে। অন্যদিকে রিয়াল মাদ্রিদ জিতলে শিরোপার লড়াই আরও জমে উঠবে। তাই ট্রফি জয়ের আশা বাঁচিয়ে রাখতে জিততেই হবে তাদের। কেননা, ১২ পয়েন্ট বাকি থাকতেই কোচ হ্যান্সি ফ্লিকের বার্সেলোনার (৭৯ ও ৭৫) চেয়ে চার পয়েন্ট পিছিয়ে আছে রিয়াল। লিগে শেষ ১৪টির ১৩টিতেই জিতেছে কাতালানরা। এমনকি ঘরের মাঠে ৯টির ৮টিতে জয় পেয়েছে তারা। ২০২৫ সালেও অলিম্পিক স্টেডিয়ামে অপরাজিত। বার্সা জিতলে তিন ম্যাচ বাকি থাকতেই ৭ পয়েন্ট নিয়ে এগিয়ে যাবে। রিয়াল শেষ ৮ ম্যাচের ৭টিতে জিতেছে। বার্সার মাঠে আজ মৌসুমের চতুর্থ এল ক্লাসিকো। আগের তিনটিতেই হেরেছে কোচ কার্লো আনচেলত্তির দল। প্রথমবার লা লিগায়, দ্বিতীয় ও তৃতীয়বার স্প্যানিশ সুপার কাপ এবং কোপা দেল রের ফাইনালে। প্রথম দুটিতে বার্সার হয়ে ৯ গোলের ৮টিই করেছেন লেভানদস্কি (৩টি), রাফিনিয়া (৩টি) ও লামিনে ইয়ামাল (২টি)। আবার বার্সার মাঠে শেষ ৫টি এল ক্লাসিকোর ৪টিই জিতেছে রিয়াল। ১০টি অ্যাওয়ে ক্লাসিকোতে ৫টি জয়, ৩টি ড্র করেছে তারা। অনেকট সেকেন্ড হোম। তাই বার্সার জন্যও ম্যাচটি চ্যালেঞ্জের। এখন দেখার বিষয় চ্যাম্পিয়নস লিগ থেকে বিদায়ের পর কাতালানরা কীভাবে প্রতিক্রিয়া দেখায়। অন্যদিকে রিয়ালের শিরোপার আশা বাঁচিয়ে রাখার লড়াই।
শিরোনাম
- মঙ্গলে ছিল পানি, ছিল পরিবেশও—তবুও প্রাণ টেকেনি!
- ওয়েস্ট ইন্ডিজকে গুঁড়িয়ে দিয়ে সিরিজ জিতলো অস্ট্রেলিয়া
- দুপুরের মধ্যে সাত অঞ্চলে ঝড়ের আভাস
- কারালের ধ্বংসের পর কী ঘটেছিল? পেনিকো শহর দিচ্ছে নতুন ইঙ্গিত
- ইয়েমেনে দফায় দফায় ইসরায়েলের হামলা
- ইসরায়েলে হুতিদের পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা
- যেসব এলাকায় ১১ ঘণ্টা গ্যাস থাকবে না আজ
- আমরা জুলাই সনদ ও ঘোষণাপত্র আদায় করে ছাড়ব : নাহিদ
- বাংলাদেশের সর্বস্তরের মানুষের দাবি ইসলামপন্থীদের ঐক্য : মাসুদ সাঈদী
- চীনকে উড়িয়ে টানা তৃতীয় জয়ে শীর্ষে বাংলাদেশ
- নান্দাইলে বজ্রপাতে পিতা-পুত্রের করুণ মৃত্যু
- বিএনপি নির্বাচিত হলে প্রতিটি ঘরে ফ্যামিলি কার্ড দেওয়া হবে : টুকু
- রাজনীতি হবে দেশের স্বার্থে, জনমানুষের স্বার্থে : আখতার হোসেন
- বন্ধুত্ব থেকে প্রেমের সফল পরিণতি
- ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা
- ইরানে আফগানদের গণবহিষ্কার, ছাড়তে না পারলে গ্রেফতার
- ভেজাল টক দই যেভাবে চিনবেন
- গাজায় চলছে যুদ্ধ, তেলআবিবে ক্ষোভ ও প্রতিবাদ
- হাসারাঙ্গার বিশ্বরেকর্ড
- হাসিনাসহ ১০০ জনকে আদালতে হাজির হতে গেজেট প্রকাশ
বার্সা-রিয়াল লড়াইয়ে লা লিগার ভাগ্য
মৌসুমের চতুর্থ এল ক্লাসিকো
ক্রীড়া ডেস্ক
প্রিন্ট ভার্সন

টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর