চাঁদ তারা মেঘ রোদ
আর ফুল পাখি
তাই নিয়ে স্বপ্নের
রঙধনু আঁকি।
এই ঘর এই মাটি
কোমল মায়া
চারদিক ঘিরে থাকে
মমতার ছায়া।
এই পথ এই নদী
উড়ো ধূলিকণা
সাগরের সৈকতে
মন আনাগোনা।
এই রাত এই দিন
সময়ের ঘড়ি
জীবনের অর্থটা
খুঁজে খুঁজে মরি।
চাঁদ তারা মেঘ রোদ
আর ফুল পাখি
তাই নিয়ে স্বপ্নের
রঙধনু আঁকি।
এই ঘর এই মাটি
কোমল মায়া
চারদিক ঘিরে থাকে
মমতার ছায়া।
এই পথ এই নদী
উড়ো ধূলিকণা
সাগরের সৈকতে
মন আনাগোনা।
এই রাত এই দিন
সময়ের ঘড়ি
জীবনের অর্থটা
খুঁজে খুঁজে মরি।
১৫ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম
২২ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম